০৪ একা
হঠাৎই চামড়া বিক্রি করার জন্য কেল্লার উদ্দেশ্যে রওনা দেয় বাডি। ঘরে রয়ে যায় তার রেড ইণ্ডিয়ান স্ত্রী চিনুক এবং ছেলে জেরেমিয়া। কিন্তু কপালের ফেরে দূর্ঘটনাগ্রস্ত হয় বাডি। পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে নীচের খাদে। জ্ঞান ফিরে দেখে, সুনশান খাদের মধ্যে জখম হয়ে সে পড়ে রয়েছে একদম একা! সাহায্য করার কেউ নেই! আর লোলুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে শকুনের দল!
28th August, 2023 7:52 PM
Comments
No Comments!